বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

দক্ষিণখানে ইসলামী আন্দোলনের থানা কার্যালয় উদ্বোধন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই স্লোগানকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ মাগরিব রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ীতে এ আয়োজন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, “আমরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার সংস্কার চাই। ইসলামী আদর্শভিত্তিক নীতি প্রতিষ্ঠা করলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তি ও ন্যায়বিচার পাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান।

সভায় আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইসলামী আন্দোলনের এ নতুন থানা কার্যালয় থেকে মানুষের সমস্যা সমাধান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দক্ষিণখানের এই নতুন কার্যালয় হবে ইসলামী আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র।”

শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীকে ইসলামের শান্তি, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান জানান এবং মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102