বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

জুলাইয়ে অংশ নেয়া পা হারা রাকিবের পাশে বিএনপি নেতা আফাজ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

এক পা না থাকলেও রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনে সক্রিয় অংশ করা পথশিশু রাকিবের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

সম্প্রতি, সাংবাদিকদের সহযোগিতায় রাকিবকে আব্দুল্লাহপুর এলাকা থেকে খুঁজে বের করে নিজ গাড়িতে চড়িয়ে বাসায় নিয়ে আসেন বিএনপি নেতা মুহাম্মদ আফাজ উদ্দিন। এ সময় তিনি শিশু রাকিবকে নগদ অর্থ সহায়তাসহ রাকিবের পড়াশুনা ও রাকিবের কৃত্রিম পা সংযোজনের দায়িত্বও নেন তিনি।

পথশিশু রাকিবকে পাশে নিয়ে আফাজ উদ্দিন বলেন, রাস্তার ধুলো মাটিতে মিশে থাকা জুলাইযোদ্ধা পথশিশু রাকিব আজ মনে করিয়ে দিচ্ছে—এই দেশ শুধু ক্ষমতাবানদের নয়, এই দেশ তাদেরও যারা বেঁচে থাকার জন্য লড়াই করে।

রাকিবের সাহসিকতার বিষয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের দিনগুলিতে রাকিব দেখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ়তা।

ঢাকা মহানগর বিএনপির অন্যতম এই যুগ্ম আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহতরা, আর ফ্যাসিস্ট হাসিনা আমলের গুম-খুনের শিকারদের পাশে আমরা বিএনপির নেতাকর্মীরা যেমন আছি এবং ভবিষ্যতেও থাকব। ঠিক তেমনিভাবে রাকিবের পাশেও আমরা আছি ইনশাআল্লাহ।

রাকিবের প্রশংসা করে আফাজ উদ্দিন আরো বলেন, রাকিবরাই প্রমাণ করে—স্বপ্ন যত বড়ই হোক, সেটাকে দমিয়ে রাখা যায় না।রাকিবের এই হাসিই হবে ন্যায় ও গণতন্ত্রের বিজয়ের অঙ্গীকার।ণ

উল্লেখ্য, জুলাই আন্দোলনে উত্তরার রাজপথে এক পা না থাকা রাকিব অ্যাম্বুলেন্স চলাচলে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাঘাত না ঘটে- এমন ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন ছোট্ট এই শিশু। যা সে সময় সংবাদ আকারে তুলে ধরেন কালেরকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. আল আমিন। আর এই দৃশ্য স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসিত হয় রাকিব।

 

– জি/এম/টি

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102