শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

ভারতকে ঘিরে রকেট ফোর্স মোতায়েন পাকিস্তানের

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাধীনতা দিবসের ৭৮তম উদযাপনের আগে দেশটির সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম।

প্রধানমন্ত্রী শাহবাজ দেশীয় ঐক্য, ঈমান ও শৃঙ্খলার গুরুত্ব স্মরণ করিয়ে দেন এবং রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষকে ‘চার্টার অব স্ট্যাবিলিটি’-এ যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয়, জাতীয় স্বার্থের মূল ভিত্তি।

শাহবাজ স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদ ও দেশ প্রতিষ্ঠাতাদের ত্যাগ, উল্লেখ করে পাকিস্তানের জন্ম দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরসহ সাহসী কমান্ডারদের প্রশংসা করেন এবং পাকিস্তানকে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও একমাত্র ইসলামী পারমাণবিক শক্তি হিসেবে উল্লিখিত করেন।

তিনি পুনর্ব্যক্ত করেন, পারমাণবিক শক্তি আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষা নিশ্চিত করার প্রধান স্তম্ভ। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, আজারবাইজান ও ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপত্যকা কাশ্মীরের পরিস্থিতি উল্লেখ করে শাহবাজ বলেন, নিরীহ মানুষের রক্তে লাল হয়েছে উপত্যকা। তিনি ঘোষণা করেন, ফিলিস্তিনি ও কাশ্মীরিদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পাকিস্তান সমর্থন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ‘ব্যাটল ফর ট্রুথ’ শীর্ষক ডিজিটাল স্মৃতিসৌধ উন্মোচন করা হয়, যেখানে সেনা, বিমান, নৌবাহিনী, সাইবার ও মহাকাশ প্রতিরক্ষার প্রতীক তুলে ধরা হয়। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরসহ মন্ত্রিসভার সদস্য এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: সামা টিভি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102