২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি পর্বে দুর্দান্ত সূচনা করল রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমে মৌসুমপূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব ডব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’।
গত মঙ্গলবার অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সফরকারীরা। ম্যাচের ১০ মিনিটে এডার মিলিতাওয়ের হেডে রিয়ালকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পর কিলিয়ান এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে এমবাপের দ্বিতীয় গোল আসে, যা ব্যবধান বাড়ায় ৩-০ তে।
৭১ মিনিটে আর্দা গুলারের পাস থেকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও স্বাগতিক দলের গোলরক্ষকের দুর্দান্ত সেভে বঞ্চিত হন এমবাপে। বদলি হিসেবে নামা রদ্রিগো ৮২ মিনিটে এমবাপের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসে দলের চতুর্থ গোলটি করেন।
কোচ জাবি আলোনসো শুরুর একাদশে গ্রীষ্মকালীন ট্রান্সফারে দলে আসা তিন নতুন সাইনিং—ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাসকে সুযোগ দেন। পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার, যিনি দুইবার পোস্টে বল লাগিয়ে দুর্ভাগ্যের শিকার হন এবং এমবাপের প্রথম গোলের সহায়তা করেন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে ৪ আগস্ট অনুশীলনে ফেরে রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমে এই একমাত্র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শেষ করে তারা এখন লা লিগা শুরুর অপেক্ষায়। আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুম।