শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারণ ও চলমান প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কার্যক্রমের সার্বিক চিত্র, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা হয়।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় উপস্থিত উপদেষ্টাদের মতামত শুনে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি সূত্র জানিয়েছে, সভায় আলোচিত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102