গাজার আল-শিফা হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি সাংবাদিক ও ক্যামেরাম্যান নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর বহির্বিশ্ব শাখা। নিহতদের মধ্যে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফও রয়েছেন।
আইআরআইবি এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা কেবল মানুষের জীবন নয়, সত্য, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকারকেও লক্ষ্যবস্তু করছে। বিবৃতিতে হামলাকে জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংবিধির স্পষ্ট লঙ্ঘন এবং “যুদ্ধাপরাধ” হিসেবে অভিহিত করা হয়।
ইরান জাতিসংঘ, মানবাধিকার পরিষদ, আইসিসি ও সাংবাদিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলোকে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিশ্ব গণমাধ্যমকে নীরব না থাকার ও ফিলিস্তিনি সাংবাদিকদের রক্ত বিস্মৃত না করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়, “সত্যের কণ্ঠ স্তব্ধ করা যাবে না; শহীদ সাংবাদিকদের রক্ত স্বাধীনতার শিকড়কে আরও দৃঢ় করবে।” আন্তর্জাতিক সংস্থাগুলোও সাংবাদিক হত্যার সংখ্যা নজিরবিহীন হারে বাড়ার বিষয়ে সতর্ক করলেও কার্যকর পদক্ষেপের অভাবে ইসরায়েল দায়মুক্তি ভোগ করছে বলে উল্লেখ করা হয়।