শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

গাজায় সাংবাদিক হত্যায় ইরানের ক্ষোভ: সত্যের কণ্ঠ নিরব হবে না

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজার আল-শিফা হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি সাংবাদিক ও ক্যামেরাম্যান নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর বহির্বিশ্ব শাখা। নিহতদের মধ্যে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফও রয়েছেন।

আইআরআইবি এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা কেবল মানুষের জীবন নয়, সত্য, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকারকেও লক্ষ্যবস্তু করছে। বিবৃতিতে হামলাকে জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংবিধির স্পষ্ট লঙ্ঘন এবং “যুদ্ধাপরাধ” হিসেবে অভিহিত করা হয়।

ইরান জাতিসংঘ, মানবাধিকার পরিষদ, আইসিসি ও সাংবাদিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলোকে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিশ্ব গণমাধ্যমকে নীরব না থাকার ও ফিলিস্তিনি সাংবাদিকদের রক্ত বিস্মৃত না করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, “সত্যের কণ্ঠ স্তব্ধ করা যাবে না; শহীদ সাংবাদিকদের রক্ত স্বাধীনতার শিকড়কে আরও দৃঢ় করবে।” আন্তর্জাতিক সংস্থাগুলোও সাংবাদিক হত্যার সংখ্যা নজিরবিহীন হারে বাড়ার বিষয়ে সতর্ক করলেও কার্যকর পদক্ষেপের অভাবে ইসরায়েল দায়মুক্তি ভোগ করছে বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102