বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মালয়েশিয়ায় আরও অধিকসংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা প্রকাশ করেন।

এ সময় দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় হয়। প্রধান উপদেষ্টা বলেন, “বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করছে, যারা উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তাদের পরিবার এবং সন্তানের শিক্ষায় সহায়তা করছে। আমরা আশা করি ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ-তরুণীরা এখানে কাজ করার সুযোগ পাবেন।”

ড. ইউনূস মালয়েশিয়ার জনগণের আতিথেয়তা এবং বাংলাদেশিদের প্রতি সদয় মনোভাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তারা এখানে কাজের পাশাপাশি দক্ষতা অর্জন করে, যা দেশে ফিরে নিজের ব্যবসা গড়ে তুলতে সাহায্য করে।” তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা উন্মুক্ত।”

গত বছরের গণঅভ্যুত্থান ও দেশীয় স্থিতিশীলতা ফিরে আনার প্রেক্ষাপট উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন সরকার ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে এবং নির্বাচনের প্রস্তুতি চলছে।” মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের দৃঢ় সম্পর্ক দেশের উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানের সদস্যপদ প্রাপ্তির জন্য মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।
সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102