বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

পিআর পদ্ধতিতে ভোট চায় ৭১ শতাংশ মানুষ : জরিপ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিক জাতীয় সংসদ কাঠামোয় ব্যাপক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ৭১ শতাংশ অংশগ্রহণকারী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সমর্থন জানিয়েছেন।

জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ মানুষ ত্রিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের পক্ষে, ৬৩ শতাংশ নির্দিষ্ট নারী আসন সংরক্ষণের জন্য ঘূর্ণায়মান পদ্ধতি গ্রহণে সমর্থন প্রকাশ করেছেন। আর ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জাতীয় সংসদে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবে সম্মত হয়েছেন।

মে থেকে জুলাই মাস পর্যন্ত ৬৪ জেলার ১,৩৭৩ জন নাগরিকের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে সংসদীয় ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা ও অন্তর্ভুক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ অন্যান্য সদস্যরা এ প্রতিবেদনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102