মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক জোরদার হয়েছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের মুখে পড়েছে। আন্দোলনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে মার্কিন ব্র্যান্ডগুলো দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান ভোক্তা বাজার দখল করে আছে। তবে শুল্ক বৃদ্ধির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় পণ্য কেনা ও বিদেশি ব্র্যান্ড বর্জনের প্রচারণা ছড়িয়ে পড়েছে। স্বদেশি জাগরণ মঞ্চসহ বিজেপি সমর্থিত সংগঠনগুলো মাঠে নেমেছে, হোয়াটসঅ্যাপে দেশীয় বিকল্পের তালিকা প্রচার করছে এবং ‘বিদেশি ফুড চেইন বর্জন’ শিরোনামে মার্কিন ব্র্যান্ডের লোগো ছড়িয়ে দিচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি ‘আত্মনির্ভর ভারত’-এর আহ্বান জানালেও শোরুম উদ্বোধন করেছে ইলন মাস্কের টেসলা, যেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্দোলনের প্রভাবে মার্কিন কোম্পানিগুলোর বিক্রিতে তাৎক্ষণিক প্রভাব পড়েনি, তবে দিল্লি-ওয়াশিংটন বাণিজ্যিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে।
জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আবেগে ভর করে চলা এই বয়কট আন্দোলন কতটা সফল হবে, তা এখন সময়ের অপেক্ষা।