রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

সাড়ে পাঁচ বছরে সড়কে নিহত ৩৭ হাজারের বেশি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে সাড়ে পাঁচ বছরে ৩৪ হাজার ৮৯৪টি সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজার ৩৮২ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৫৯ হাজার ৫৯৭ জন। এ তথ্য জানিয়েছেন বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন রোববার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।

সংস্থাটির ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর সড়ক পরিবহণ ব্যবস্থাপনার সংস্কারে ‘স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি’ তিন স্তরের রূপরেখা উপস্থাপন করেন। স্বল্পমেয়াদি (২০২৫-২০২৭) পরিকল্পনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।

মধ্যমেয়াদি (২০২৫-২০২৯) রূপরেখায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম চালু, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা গঠন অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদি (২০২৫-২০৩১) পরিকল্পনায় রাজধানীতে বহুতল হাইড্রোলিক পার্কিং ব্যবস্থা, ছোট যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক, রেল ও নৌপরিবহণ একত্রে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব রয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, জনসংখ্যার উচ্চ ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল সড়ক অবকাঠামো ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা সড়কে দুর্ঘটনার মূল কারণ। উল্লেখ্য, দেশের সড়ক পরিবহণ ব্যবস্থাপনায় এখনও কোনো বিশেষ কমিশন গঠন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102