বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ভোটারের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২১শে অগাস্ট পর্যন্ত ভোটাররা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন।

আজ রোববার এ তালিকা প্রকাশ করেছে ইসি।

এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ শে অগাস্ট পর্যন্ত দরখাস্ত দাখিল করা যাবে।

২৪শে অগাস্টের মধ্যে দাখিলকৃত দরখাস্ত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তির করবেন।

এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১শে অগাস্ট।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১শে অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

এছাড়া ২০০৭ সালের পহেলা জুলাই বা তার আগে জন্ম এমন বাদ পড়া ভোটারদের তালিকা ও কর্তনকৃত মৃত ভোটারদের তালিকা আগামী ১০ই অগাস্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102