বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ ৮ উপদেষ্টার বিরুদ্ধে: সাবেক সচিব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তার কাছে রয়েছে। তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থার কাছেও এসব প্রমাণ আছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। উদাহরণ টেনে তিনি বলেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, অভিজ্ঞতা ছাড়াই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক। একই সঙ্গে ভূমি ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দাবির ঘটনাও তুলে ধরেন তিনি।

সেমিনারে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুর্নীতি কমেনি; বরং বেড়েছে। শহীদ পরিবারের সদস্যরা অতীতের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট প্রশাসনিক ভূমিকার সমালোচনা করেন এবং ভবিষ্যতে কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান।

সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, আব্দুস সাত্তার দায়িত্বশীল ব্যক্তি; প্রমাণ ছাড়া তিনি এমন অভিযোগ করবেন না। সরকারের উচিত চিহ্নিত করা, ওই আট উপদেষ্টা কারা।

জনপ্রশাসন সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উপস্থিত অন্যান্য বক্তারা আইনের অভাব নয়, বরং আইনের প্রয়োগ ও সাহসের ঘাটতিকে দুর্নীতি ও অনিয়মের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102