ঢাকার উত্তরা এলাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একজন ছাত্রকে ‘চোর’ অপবাদ দিয়ে বাসে তুলে মারধরের ঘটনা ঘটেছে। আহত ছাত্রের নাম রেজোয়ান হোসেন শাকিল (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (৬ই আগস্ট) দুপুর ১২টার দিকে আবদুল্লাহপুর এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস শাকিলের গায়ে লাগিয়ে দেয়। তিনি এর প্রতিবাদ করলে বাসের চালক, হেলপার ও স্টাফরা তাঁকে জোরপূর্বক বাসে তুলে মারধর করে। একপর্যায়ে তাঁকে ‘চোর’ বলে অপবাদ দিলে বাসের যাত্রীরাও শাকিলকে মারধর শুরু করেন। পরে তাঁকে রাস্তায় ফেলে রাখা হয়।
আইইউবিএটির ছাত্ররা বিষয়টি পরে জানতে পারলে তাঁরা প্রথমে আসমানী পরিবহনের চারটি বাস আটক করে বিক্ষোভ করেন। পরে তাঁরা আসমানী পরিবহনের বাসগুলো ছেড়ে বিকাশ পরিবহনের তিনটি বাস আটকে রাখেন। এ ছাড়া ঢাকা-আশুলিয়া মহাসড়কে রাত ৮টা পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, ছাত্রকে মারধরের অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত বাসটি শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে