আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ড. এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদসহ আটজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী আক্রা থেকে অবৈধ স্বর্ণ খননবিরোধী একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দক্ষিণাঞ্চলের সেন্ট্রাল আশান্তি অঞ্চলের ঘন বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ, এনডিসির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং এবং তিনজন সামরিক ক্রু।
ঘানার সশস্ত্র বাহিনী জানায়, Z-9 মডেলের সামরিক হেলিকপ্টারটি আক্রা থেকে ওবুয়াসি শহরের পথে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও ছিন্নভিন্ন দেহাবশেষ উদ্ধার করা হয়।
ঘটনার পর প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনী ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক জানানো হয়েছে। জাতিসংঘ পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসন বলেন, “ইব্রাহিম মুরতালা মুহাম্মদের মৃত্যু আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এক বিবৃতিতে বলেন, “জাতির সেবায় আত্মনিয়োগকারী এই নেতাদের আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি।”