বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

গ্লোবাল এসএমই সামিটে সম্মানিত সৈয়দ আলমগীর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্বব্যাপী এসএমই খাতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন Global SME Summit 2025-এ “Distinguished Guest” হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব ও মার্কেটিং জাদুকর সৈয়দ আলমগীর। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর, সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠেয় এ সম্মেলনে তাঁর অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গর্বের মাইলফলক।

চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ার FMCG খাতে দৃঢ় নেতৃত্ব, হালাল ব্র্যান্ডিংয়ের পথপ্রদর্শকতা, এবং নৈতিক মার্কেটিংয়ের নতুন ধারা প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সৈয়দ আলমগীর। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে এবার গ্লোবাল লিডারশিপ প্ল্যাটফর্মেও জায়গা করে নিলেন তিনি।

পেশাগত জীবনে তিনি Jamuna Group, ACI Limited, Akij Ventures, ও Meghna Group of Industries-এ গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন, যেখানে প্রতিটি প্রতিষ্ঠানে তাঁর কর্মদক্ষতা প্রতিষ্ঠানগুলোকে এনে দিয়েছে অভূতপূর্ব সাফল্য ও বিপণন ক্ষেত্রে নতুন দিগন্ত।

২০২৩ সালে তিনি অর্জন করেন মার্কেটিং দুনিয়ার সর্বোচ্চ স্বীকৃতি “Kotler Award”। উল্লেখযোগ্যভাবে, মার্কেটিং গুরু Philip Kotler তাঁর হালাল মার্কেটিং কনসেপ্টকে অন্তর্ভুক্ত করেন পাঠ্যবই “Principles of Marketing”-এ—যা বিশ্বজুড়ে মার্কেটিং শিক্ষার্থীদের জন্য একটি রেফারেন্স গ্রন্থ।

দেশে ১৯৯৯ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও চ্যানেল আই কর্তৃক তিনি “Marketing Superstar” উপাধিতে ভূষিত হন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “Glad to inform u about my participating in Global SME Summit in Davos, Switzerland.”

বিশ্বজুড়ে উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্পোরেট চিন্তাবিদদের সামনে সৈয়দ আলমগীরের এই অংশগ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু এবং গ্লোবাল লিডারশিপ অঙ্গনে দেশের সক্রিয় উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102