বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, গণজাগরণ এবং বিজয়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই জাদুঘরটি নির্মাণ করা হচ্ছে—যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ঐতিহাসিক অধ্যায়কে জীবন্ত করে তুলে ধরবে।

পরিদর্শনকালে ড. ইউনূস নির্মাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও উপস্থিত ছিলেন জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, স্মৃতি জাদুঘরটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি জাতির গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102