বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ট্রেনের ধাক্কায় সিএনজির শিশুসহ ৪ যাত্রী নিহত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কক্সবাজারের রামু উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ চারজন যাত্রী প্রাণ হারিয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।”

এখনো নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, “দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানার জন্য তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102