বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা পর্যায়ে রদবদল হতে যাচ্ছে। এক বিভাগ থেকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হতে পারে ইনচার্জ ও ম্যানেজারদের। গুঞ্জন রয়েছে– ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হতে পারে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ক্রিকেট পরিচালনা বিভাগে।
এমন রদবদল দুশ্চিন্তা বাড়িয়েছে বিসিবি কর্মকর্তাদের। বিশেষ করে শাহরিয়ার নাফীসের বিভাগ পরিবর্তনকে ভালোভাবে দেখছেন না অনেকে। কারণ তিনি সাবেক সভাপতি ফারুক আহমেদের খালাতো ভাই। এ কারণে তাকে সরাতে পারে বলে মনে করেন কেউ কেউ।
তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক মাহাবুবুল আনাম। তিনি বলেন, ‘আন্তঃবিভাগে রদবদলের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি কাজের সুবিধা বা কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্যই করা হবে। আমি মনে করি, এখানে ব্যক্তিগত কিছু হবে না।’
এছাড়া আরও দুটি বিভাগে রদবদলের কথা শোনা যাচ্ছে। গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসারকে টুর্নামেন্ট কমিটিতে আর টুর্নামেন্ট কমিটির ইনচার্জ আরিফুল ইসলামকে গেম ডেভেলপমেন্ট বিভাগে রদবদল করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, রদবদলের বিষয়টি জানা নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।