বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বার্সার সঙ্গে ‘সম্পর্কের মেয়াদ’ আরো বাড়ালেন কুন্দে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ক্রমেই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন জুলস কুন্দে। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর থাকলেও নতুন করে এই মেয়াদ বাড়িয়েছেন তিনি। কাতালান ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন এই ফরাসি ডিফেন্ডার। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত কুন্দের আগের চুক্তির মেয়াদ ছিল।

২০২২ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুন্দে। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লাবটির সেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার হয়ে জিতেছেন বেশ কয়েকটি ট্রফিও। ভবিষ্যতে এই ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চান ফরাসি এই ডিফেন্ডার।

বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন চুক্তির কথা জানান তিনি। বার্সেলোনা ছাড়ার ইচ্ছে নেই জানিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ। আমি দারুণ খুশি।’

কুন্দে আরও বলেন, ‘সবকিছু বেশ দ্রুতই হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে।’

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কুন্দে। কাতালান ক্লাবটির হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102