বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

আইপিএলের অবসরে ধোনি এখন ‘ম্যারেজ কাউন্সিলর’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

৪৪ বছর বয়সেও আইপিএলে সরব উপস্থিতি মহেন্দ্র সিংহ ধোনির। তবে প্রতিবারই টুর্নামেন্ট শেষে প্রশ্নটা উঠে যায়, ধোনি কবে অবসর নিচ্ছেন। সর্বশেষ আসর শেষেও এমন গুঞ্জন চলছে। আগামীতে খেলবেন কি না, সেটি নিয়ে যদিও বরাবরের মতোই ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

আইপিএলের অবসরে অনেকটা নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করেন ধোনি। সাধারণত জনসমক্ষে খুব একটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়া এবং যাবতীয় আলোচনা থেকে দূরে থাকেন। তবে আড়ালে আর থাকতে পারেন কোথায়! একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের নিমন্ত্রণে গিয়ে ধোনিকে নবদম্পতির উদ্দেশে মূল্যবান পরামর্শ দিতে দেখা গিয়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ধোনি। সেখানে নবদম্পতির পাশে দাঁড়িয়ে তার বলা কথা ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে। পাত্রের দিকে তাকিয়ে ধোনি বলেছেন, “বিয়ে খুব ভালো জিনিস। তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা সেরে ফেলেছো।” একটু থেমে ধোনি আবার বলেন, “কেউ কেউ আগুন নিয়ে খেলতে পছন্দ করে। ও তাদেরই একজন।” ধোনির এই কথায় কেউ হাসি চাপতে পারেননি।

মজা করে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ধোনি। বলেন, “তুমি বিশ্বকাপ জিতেছো না জেতোনি তা জানার দরকার নেই। একবার বিয়ে হলে সব স্বামীর অবস্থাই সমান হয়।” এরপর আবার পাত্রের দিকে তাকিয়ে ধোনি বলেন, “তুমি যদি ভাবো তোমার স্ত্রী আলাদা, তাহলে ভুল ভাবছো।”

পাত্রীকেও পরামর্শ দেন ধোনি। হাসতে হাসতে বলেন, “যদি স্বামী রেগে যায় তাহলে সেই মুহূর্তে কিছু বলো না। আমরা পাঁচ মিনিটে শান্ত হয়ে যাই। কারণ আমরা নিজেদের ক্ষমতা জানি।” ধোনির এই ভিডিও দেখে অনুরাগীরা বলেছেন, অনায়াসে তিনি ‘ম্যারেজ কাউন্সিলর’ হয়ে যেতে পারেন। কেউ কেউ আবার ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’ হওয়ার অনুরোধও করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102