মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক: বিমানবাহিনী

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি অপরিহার্য বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে ঢাকার জঙ্গিবিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এ ধরনের সামরিক ঘাঁটি রয়েছে।”

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার দিনই বাহিনীর উদ্ধার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তৎপরতা চালায়। একই দিনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান বলেন, “নিহত ও আহতদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে বিমানবাহিনী। যতদিন প্রয়োজন হবে, তাদের পাশে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।”

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102