রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সমাবেশ নিয়ে শুরু থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আয়োজনে সম্ভাব্য ব্যয় নিয়ে। কেউ কেউ দাবি করেছেন, এ আয়োজনের খরচ ১০০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, মাত্র সাড়ে ৩ কোটি টাকাতেই সম্পন্ন হয়েছে সমাবেশটি। গত ২৫ জুলাই রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রোকন সম্মেলনে তিনি বলেন, “আমার ধারণা ছিল, পৌনে ৩ কোটিতে হবে, শেষ পর্যন্ত সাড়ে ৩ কোটির মতো খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, এর বেশি নয়।”
ডা. শফিক বলেন, “এই বিশাল সমাবেশের জন্য আমরা কোথাও চাঁদা চাইনি। বরং এখন বড় বড় ব্যবসায়ীরা টাকার বস্তা নিয়ে আমাদের কাছে আসছেন। আমরা ফিরেও তাকাইনি। কারণ আমাদের রুহানিয়াত রক্ষা করতে হবে।”
তিনি আরও জানান, হেলিকপ্টার, অর্থসহ নানা অফার এলেও দলের আদর্শবিরোধী কিছু গ্রহণ করা হয়নি। দলের স্বচ্ছতা ও আত্মনির্ভরতার কথা তুলে ধরে তিনি বলেন, “ঋণমুক্ত অবস্থায় এত বড় সমাবেশ করেছি। এখন আমাদের কাছে কোনো দেনা নেই।”
জামায়াত আমিরের দাবি, এত বড় আয়োজন শুধু ঢাকার নয়, সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসেও নজিরবিহীন। তিনি বলেন, “এই সমাবেশ ছিল ভবিষ্যতের প্রস্তুতির ছোট্ট নমুনা। নির্বাচন সামনে রেখে ১০ গুণ পরিশ্রমের জন্য দল প্রস্তুত।”
সম্মেলনে উপস্থিত রোকনরা ‘ইনশাআল্লাহ’ বলে তার বক্তব্যে সাড়া দেন।