নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের দারিজ ব্যাপারী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম ওমান প্রবাসী শরীফের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি খুব ভোরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরছিল। খেলার ছলে তারা চলে যায় পুকুর পাড়ে। সেখানে দাঁড়িয়ে মাছ ধরার সময় হঠাৎ এক শিশু পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।
বাড়ির লোকজন তাদের না পেয়ে এক পর্যায়ে সন্দেহবশত পুকুরে জাল ফেললে দুই শিশুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। একই বাড়ির দুই শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। একটি অসতর্কতার কারণে দুটি প্রাণ চলে গেল।