মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা খোঁজ নিতে শনিবার রাত ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসিরউদ্দিনের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ শুনে তিনি আহতদের চিকিৎসা ও সেবার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। জানা যায়, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪ জন আশঙ্কাজনক, ৯ জন গুরুতর এবং ২৩ জন মাঝারি মাত্রার দগ্ধ রোগী চিকিৎসাধীন।
প্রধান উপদেষ্টা চিকিৎসা-সামগ্রী, ওষুধ বা যন্ত্রপাতির কোনো ঘাটতি আছে কি না জানতে চাইলে পরিচালক জানান, সরকার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছে এবং বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হচ্ছে।
বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, প্রাথমিক বিভ্রান্তি এবং রোগী স্থানান্তরে অ্যাম্বুলেন্স সংকট স্পষ্ট হয়েছে, যা দেশের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরেছে।
প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত করণীয় নির্ধারণে সুস্পষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন এবং ট্রমা কাটিয়ে উঠতে আহত ও নিহতদের পরিবারের জন্য মানসিক কাউন্সেলিং নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি দগ্ধদের স্বজনদের সুরক্ষা ও যত্নে বাড়তি মানবিক মনোভাব প্রদর্শনেরও নির্দেশ দেন এবং চিকিৎসাসেবায় নিয়োজিত দেশি-বিদেশি চিকিৎসক ও সেবাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।