ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলায় দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেফতারকৃতরা হলেন—অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মোঃ রাজন এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মাইনুদ্দিন মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই ২০২৫) ভোরে কদমতলী থানার একটি দল পৃথক অভিযান পরিচালনা করে।
ভোর ৪টা নাগাদ মুরাদপুর এলাকা থেকে মোঃ রাজনকে এবং সকাল ৫:৩০টায় রহমতবাগ এলাকা থেকে মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়।
মোঃ রাজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালত ১৭ বছরের কারাদণ্ড দেন। অপরদিকে মাইনুদ্দিন মোল্লার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় তিন বছরের সাজার রায় হয়েছিল।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকেই থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।