শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় শহীদদের কবর জিয়ারত করলেন বিএনপি মহাসচিব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হওয়ার পর তাদের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকার একটি পারিবারিক কবরস্থানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই পরিবারের তিন সন্তান—আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পি—চিরনিদ্রায় শায়িত আছেন এই কবরস্থানে। তাদের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা জানান এবং এই অপূরণীয় ক্ষতির ভার বহনের শক্তি কামনা করেন।

এসময় তিনি একই দুর্ঘটনায় নিহত আরও দুই শিক্ষার্থী, জুনায়েদ ও শারিয়ারের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দুর্ঘটনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তার ঘাটতির বিষয়টিও ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব।

এই সফর রাজনৈতিক উপস্থিতির চেয়ে অধিকতর ছিল এক মানবিক দায়িত্ব পালন। বিএনপি মহাসচিবের এই কর্মসূচি শুধু শোকপ্রকাশ নয়, বরং এক গভীর বার্তা—মানবিক বিপর্যয়ের সময় রাজনীতি নয়, দরকার মানুষের পাশে দাঁড়ানো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102