মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে বিআরটিএ’র কড়া নির্দেশনা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি এবং অনিয়ম বন্ধে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি বিআরটিএ।

সদরদপ্তরের অনুমোদন ছাড়া কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা যাবে না। এমন নির্দেশ দেয়া হয়েছে বিআরটিএ সব সার্কেল অফিসকে।

বিআরটিএ জানিয়েছে সাম্প্রতিক কিছু অসাধু আমদানিকারক মোটরসাইকেল সেমি নকডাউন বা কমপ্লিটলি নকডাউন অবস্থায় এনে তা কমপ্লিটলি বিল্ট ইউনিট হিসেবে রেজিস্ট্রেশন করছে। অনেক সময় আমদানির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরী করে ভুলবাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এছাড়াও কিছু আমদানিকারক ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইকে ১৬৫ সিসি বা তার চেয়ে কম দেখিয়ে কাস্টমস থেকে ছাট করে এ বিআরটিএ তে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে। যা স্পষ্টতই আইনবিরোধী।

৩১ জুলায় ২০২৫ এর পর থেকে সিভিইউ বা এসিকেডি হিসেবে আমদানিকরা বাইকে চেসিস ও ইঞ্জিন নম্বর তালিকা সদরদপ্তরের অনুমোদন ছাড়া কোনো অবস্থাই রেজিস্ট্রেশন করা যাবে না। এই সকল তথ্য যাচাই করে বিআরটিএ সদরদপ্তর থেকে আইসিএ আপলোড করা হবে। এর পর সার্কেল অফিসগুলো সে তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই নির্দেশনা লঙ্ঘন হলে বিআরটিএ আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা, শুল্ক ফাকি রোধ, জালিয়াতি প্রতিরোধ এবং আইনগত রেজিস্টেশন প্রক্রিয়া নিশ্চিত করার বিআরটিএ এর মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102