মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর এখনও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে পড়ে রয়েছে ছয়টি অশনাক্ত মৃতদেহ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মৃতদেহগুলো থেকে ইতোমধ্যে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা সিআইডি’র ল্যাবরেটরিতে দ্রুত পরীক্ষা করা হবে।
যেসব পরিবারের সন্তান বা সদস্য নিখোঁজ রয়েছেন, তাদের মালিবাগে সিআইডি কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিচয় শনাক্তের প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
দুঃখজনকভাবে, এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকেই নমুনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরিচয়হীন মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে আছে এক গভীর শোক ও অনিশ্চয়তা। স্বজনদের চোখে শুধু অপেক্ষা—চিহ্নিত হবার।