শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বিবিসি বাংলার খবরে জানা যায়, বাংলাদেশের অনুরোধে এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে এই মানবিক সহায়তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, বার্ন ইউনিটে অভিজ্ঞ দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি নার্সিং টিম আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবেন।

সাথে থাকছে বার্ন কেয়ার চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত ইকুইপমেন্ট। প্রাথমিক দফার পর প্রয়োজনে আরও চিকিৎসক ও সরঞ্জাম পাঠানো হবে বলেও জানা গেছে।

বিমান দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে সহায়তার আশ্বাস দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ পোস্ট করে গভীর শোক জানান এবং বলেন, “এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে।”

যদিও সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শৈত্য লক্ষ্য করা যাচ্ছিল, এই মানবিক সহায়তা দু’দেশের সম্পর্কে তাৎপর্যপূর্ণ এক ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102