রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

লাশের তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে দিয়াবাড়ি গোলচত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশটি করে।
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা সরকারের কাছে ছয় দফা দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। ২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। ৩. শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। ৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

বিক্ষোভে মাইলস্টোন স্কুল এন্ড কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, আমরা আমাদের নিখোঁজ সহপাঠীদের নাম পরিচয় জানতে চাই। ২৪ ঘন্টা পার হয়ে যাচ্ছে অথচ স্কুল কর্তৃপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকেও নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে দিয়াবাড়ি গোলচত্বর আর্মি ক্যাম্প ও মাইলস্টোন ক্যাম্পাসজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102