রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নতুন কোচ আসিফুজ্জামান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম আসিফুজ্জামান। তিনি ২০২৫-২০২৬ মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন।

রবিবার (২০ জুলাই) এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি তার হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এস এম আসিফুজ্জামান এর আগে ২০১৯-২০২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের সহকারী কোচ এবং ২০২১-২০২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন এবং তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এএফসি প্রো লাইসেন্সধারী এই কোচ বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতাও সমৃদ্ধ।

ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ,, ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102