বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন হবে, কোটা নয়: উপদেষ্টা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের জন্য তিন ধাপে সর্বমোট ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হচ্ছে না।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা জানান, ইতিমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। অবশিষ্ট ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র চলতি অর্থবছরের মধ্যেই দেওয়া হবে বলে জানান তিনি।

জুলাই যোদ্ধাদের মধ্যে শ্রেণিবিন্যাস করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে:

• ‘ক’ শ্রেণিতে রয়েছেন ৯০৮ জন, যাদের প্রত্যেকে ৫ লাখ টাকা করে পাবেন। এর মধ্যে ইতিমধ্যে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে।

• ‘খ’ শ্রেণির ৪ জনকে এককালীন ৩ লাখ টাকা করে দেওয়া হবে, যার মধ্যে ১ লাখ টাকা করে প্রদান সম্পন্ন হয়েছে।

• ‘গ’ শ্রেণির ১০ হাজার ৬৪২ জন প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন এবং এই অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাসিক ভাতা চালু করা হয়েছে। শহীদ পরিবার ও ‘ক’ শ্রেণির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণি ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণি ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

তিনি জানান, এসব পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারি চাকরিতে কোটা বা ফ্ল্যাট বরাদ্দ নেই। বরং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও ব্যক্তিগত উদ্যোগে জীবিকা গড়ে তোলার দিকেই গুরুত্ব দিচ্ছে সরকার। কেউ হাঁস-মুরগি পালন করতে চাইলে সে অনুযায়ী সহযোগিতা দেবে সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা ফারুক ই আজম স্পষ্ট করেন যে, জুলাই যোদ্ধাদের জন্য আর্থিক সহায়তা থাকলেও তারা মুক্তিযোদ্ধাদের সমমর্যাদা পাচ্ছেন না। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনস্বীকার্য। কাউকে তাদের সমতুল্য ভাবা হচ্ছে না।”

এ পর্যন্ত ৮৪৪ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে এবং আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করবে সরকার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102