ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১৯ জুলাই) রাতে হঠাৎ অসুস্থ হওয়ার পর তার শরীরে অন্ত্রে প্রদাহ এবং পানিশূন্যতা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়।
৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে প্রাথমিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ সরবরাহ করা হয়। চিকিৎসকদের পরামর্শে আগামী তিন দিন তিনি নিজ বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
চিকিৎসা সূত্রে জানা গেছে, তাকে প্রয়োজনীয় স্যালাইন ও চিকিৎসা দেওয়া হচ্ছে। নেতানিয়াহুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
প্রধানমন্ত্রীর আগের স্বাস্থ্যগত ইতিহাস অনুযায়ী, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়, এবং ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে প্রোস্টেট অপসারণ করা হয়। এই পটভূমিতে তার সাম্প্রতিক অসুস্থতা নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে আছেন।
নেতানিয়াহুর অসুস্থতার বিষয়ে কোনো সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, কার্যালয়ের বিবৃতি অনুসারে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।