অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাডভাইজার সোহেল মঞ্জুর স্যার আর নেই। ২০ জুলাই রবিবার রাতে তিনি রাজধানীর মোহাম্মদপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ জন্মস্থান রংপুরে নিয়ে দাফন কার্য সম্পন্ন করা হবে।
সোহেল মঞ্জুর স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং একজন গভীর মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন সহজ-সুলভ, হাস্যোজ্জ্বল, বিনয়ী ও নিরহংকারী এক প্রজ্ঞাবান পথপ্রদর্শক। শিক্ষকতা শুধু তাঁর পেশা ছিল না—ছিল নৈতিক দায়িত্ব ও ভালোবাসার একটি নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতি।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগসহ সমগ্র অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর এই অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। এক আবেগঘন শোকবার্তায় বিভাগের পক্ষ থেকে জানানো হয়,
“স্যার ছিলেন শুধু শিক্ষক নন, আমাদের অভিভাবক। তাঁর নির্দেশনা ও উপস্থিতি আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা ছিল। তাঁর শূন্যতা অপূরণীয়।”
বিশ্ববিদ্যালয় পরিবার স্যারের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।