রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও করপোরালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) দুপুর তিনটার দিকে ডিওএইচএসের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাড়াটিয়া এক বাসিন্দাকে টার্গেট করে পাঁচজনের একটি দল আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওই ভবনে প্রবেশ করে। লক্ষ্যব্যক্তিকে না পেয়ে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয় এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের পিছু নেয়। ধাওয়া খেয়ে ডাকাত দলের গাড়িটি ডিওএইচএসের প্রবেশমুখে এনডিসি চেকপোস্টে যানজটে আটকে পড়ে। সেখান থেকেই স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করে পুলিশ।

আটককৃতদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আজ (২১ জুলাই) তাদের আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102