মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

সাঁড়াশি অভিযানে অর্ধসহস্রাধিক মামলা, জব্দ ২০ গাড়ি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
ফাইল ছবি | উত্তরা নিউজ

২০ বছরের বেশি পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রাক-কাভার্ডভ্যানের বিরুদ্ধে সড়কে সাঁড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২০ জুলাই) সারাদেশে একযোগে পরিচালিত এই অভিযানের প্রথম দিনেই দায়ের হয়েছে ৪৯৫টি মামলা এবং ২০টি যানবাহন জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, অভিযানে মোট ১১ লাখ ৬৪ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন অংশ নেয়।

রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় কাগজপত্র না থাকায় তিনটি বিআরটিসি বাসকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান জানান, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মূল উৎস হয়ে উঠেছে মেয়াদোত্তীর্ণ যানবাহন। তাই পুরনো গাড়ির বিরুদ্ধে এই অভিযান শুধু দিনে নয়, রাতেও চলবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102