মাঠে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। রোববার (২০ জুলাই) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি।
প্রথমে এগিয়ে যায় স্বাগতিক নিউইয়র্ক রেড বুলস। ম্যাচের ১৫ মিনিটে আলেক্সান্ডার হ্যাকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইন্টার মায়ামি।
২৪ মিনিটে মেসির নিখুঁত পাসে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। মিনিট দুয়েক পরেই মেসির ক্রস থেকে বল পেয়ে তা জালে পাঠান তেলাসকো সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
বয়স ৩৮ পেরোলেও গোলের ক্ষুধা এখনও অটুট সুয়ারেজেরও। শেষ মুহূর্তে গোল করে দলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
মেসির এই ম্যাচে জোড়া গোলের ফলে এটি তার শেষ ছয় ম্যাচে পঞ্চমবার জোড়া গোল। তার এই দুর্দান্ত ফর্মে স্বপ্নের মত ছুটছে ইন্টার মায়ামি।