পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
উল্লেখ্য, সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) না থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আলোচনার ফলেই আয়োজিত হচ্ছে। সর্বশেষ ২০২১ সালে পাকিস্তান বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকদের।
টি-টোয়েন্টিতে দুই দলের এখন পর্যন্ত ২২ বারের দেখায় পাকিস্তান জয় পেয়েছে ১৯টিতে, বাংলাদেশ মাত্র ৩টি ম্যাচ জিতেছে। সর্বশেষ জয়টি এসেছে ২০২৩ সালের এশিয়ান গেমসে। তার আগের দুইটি জয় ২০১৫ ও ২০১৬ সালে—এর মধ্যে ২০১৫ সালের ঐতিহাসিক জয়ের মঞ্চ ছিল এই মিরপুরই। এবারও একই ভেন্যুতে টাইগারদের সামনে নতুন করে ইতিহাস লেখার সুযোগ।
শ্রীলঙ্কা সফর থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। তবে মিরপুরের উইকেট এবং প্রতিপক্ষের শক্তি মাথায় রেখে সতর্ক অবস্থানে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেন, “ঢাকায় বৃষ্টির কারণে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে আমরা চেষ্টা করব সেরা ক্রিকেট খেলতে। ব্যাটারদের ব্যর্থতাও থাকতে পারে, কিন্তু সবাই নিজের জায়গা থেকে শতভাগ দেবে।”
পাকিস্তান দল সম্পর্কে লিটনের মূল্যায়ন, “তারা খুবই ভালো দল। বিপিএলে খেলার কারণে এখানকার কন্ডিশন ভালোভাবেই জানে। সহজ প্রতিপক্ষ নয়, তবে আমরা যদি স্মার্ট ক্রিকেট খেলি, জয় সম্ভব।”
প্রথম ম্যাচেই এগিয়ে থেকে সিরিজে দারুণ শুরু করতে চায় বাংলাদেশ। গ্যালারিভর্তি দর্শকের সামনে ইতিহাস পুনরাবৃত্তির অপেক্ষায় টিম টাইগারস। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।