বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

গোপালগঞ্জের ঘটনায় কঠোর পদক্ষেপ আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর জন্য কে দায়ী কমিটি তা খুঁজে বের করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে নিহত বাকিদেরও ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন থার্ড টার্মিনাল চালু হলে সমস্যা অনেক কমে যাবে। আগে যে ছোটখাটো সমস্যা হতো এটা আর থাকবে না। বিদেশে থেকে বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের চলাচল অনেক সহজ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। নতুন এই থার্ড টার্মিনালে আমাদের ইমিগ্রেশন পুলিশের অন্তত ৪শ’ সদস্য প্রয়োজন হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102