বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আকস্মিক বন্যার কবলে সম্মুখীন হচ্ছে পাকিস্তান। এতে পানি বন্ধি হয়ে আছেন বন্যা প্রবন এলাকার লাখো মানুষ। এ বন্যাকে কেন্দ্র করে দেশটিতে মৃত্যুর কবলেও পড়ছেন বেশ কয়েকজন। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫৪ জন। আহত হয়েছেন অনেকে। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বৃহস্পতিবার  এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।

তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ জন শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।

এ অবস্থায় জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডিতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102