বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ইরাকে শপিংমল পুড়ে ছাই-প্রাণহানি বেড়ে ৬১, বহু নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপারমার্কেটে (শপিংমল) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সূত্রে নিশ্চিত করেছে রয়টার্স।

শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা এখন পর্যন্ত ৫৯টি লাশ শনাক্ত করতে পেরেছি। তবে একটি মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

আলি আল-মায়াহি নামের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের আরও কয়েকজনের সন্ধান এখনো মেলেনি, কারণ তারা এখনো আগুনে ধ্বংসস্তূপের নিচে রয়েছেন’।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কুত শহরের একটি পাঁচতলা ভবন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর দমকলকর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, ‘বুধবার রাতে অগ্নিকাণ্ডটি শুরু হয় একটি হাইপারমার্কেট ও একটি রেস্টুরেন্টে। অনেক পরিবার তখন রাতের খাবার খাচ্ছিল ও কেনাকাটা করছিল। দমকল বাহিনী এখন পর্যন্ত বহু মানুষকে উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে’।

আল জাজিরার ভিডিও ফুটেজে হাইপারমার্কেটটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যেতে দেখা গেছে।

গভর্নর আরও বলেন, ‘আমাদের ওপর এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এটি এক অমানবিক ট্র্যাজেডি’।

এদিকে আগুনের কুত শহরের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গভর্নরের বরাত দিয়ে ইরাকের জাতীয় বার্তা সংস্থা (আইএনএ) জানিয়েছে, ‘আমরা ভবন ও ‍শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং আগুনের উৎস কীভাবে সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে’। সূত্র: রয়টার্স ও আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102