রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

ইরানি নারীদের ইতিহাস গড়া জয়, নেগিন ফিবার হাইলাইটে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এশিয়া কাপ ডিভিশন বি-এর দ্বিতীয় ম্যাচে ইরানের মহিলা বাস্কেটবল দল মঙ্গোলিয়াকে হারিয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানের মহিলা বাস্কেটবল দল আজ (মঙ্গলবার) মঙ্গোলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে ৮৯-৫৫ গোলে জয়লাভ করে। ৩৪ পয়েন্ট ব্যবধানের এই জয়ের মাধ্যমে ইরান গ্রুপ বি-তে শীর্ষস্থান ধরে রেখেছে।

গ্রুপ বি-তে ইরানের সাথে রয়েছে কুক আইল্যান্ড, মঙ্গোলিয়া ও থাইল্যান্ড। ইরানের দল তাদের প্রথম ম্যাচে কুক আইল্যান্ডকে ৮২-৩২ গোলে হারিয়েছিল। আগামীকাল ইরান থাইল্যান্ডের মুখোমুখি হবে।

ফিবা ইরান দলের তারকাকে প্রশংসা করলো

ইসনা’র প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা) ইরানের তারকা খেলোয়াড় নেগিন রাসুলিপুরের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছে। ফিবা লিখেছে, “এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি খেলা নয় রাসুলিপুরের জন্য; এটি তার আত্মিক যাত্রার অংশ। তিনি এই নিয়ে তৃতীয়বার ইরানের প্রতিনিধিত্ব করছেন এবং ডিভিশন এ-তে উন্নীত হওয়ার ভার তার কাঁধেই।”

কুক দ্বীপপুঞ্জের বিপক্ষে এক ম্যাচে রসুলিপুর ২০ পয়েন্ট ও ৮টি রিবাউন্ড করেন—যা তার গভীর প্রতিজ্ঞা ও মোটিভেশনের পরিচয় বহন করে। ২০২৩ সালে গড়ে ১৩ পয়েন্ট, ৪.৫ অ্যাসিস্ট, ৩.৭ রিবাউন্ড ও ১.৭ স্টিল করে তিনি ইরানের শীর্ষ স্কোরার ছিলেন এবং জানেন যে সাফল্য দলগত ঐক্যের উপর নির্ভরশীল।

নেগিন রাসুলিপুর ফিবাকে বলেন, “আমাদের লক্ষ্য ডিভিশন এ-তে উন্নীত হওয়া। আমি ২০২১ সাল থেকে ডিভিশন বি-তে খেলছি এবং ডিভিশন এ-এর দলগুলোর মুখোমুখি হতে চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102