টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ্ পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে তিনি মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুম শহীদুল্লাহ্ পাঠান ছিলেন একজন সৎ, নির্লোভ ও সমাজবান্ধব মানুষ। তিনি স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গাজীপুর সিটি কর্পোরেশনের আরিচপুর সরকারবাড়ি জামে মসজিদ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর তাঁর পৈতৃক নিবাস গাজীপুর জেলার হায়দ্রাবাদ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মরহুম শহীদুল্লাহ্ পাঠান বিএনপি নেতা ও গাজীপুর জেলা বিএনপির অন্যতম শীর্ষ ব্যক্তি মামুনুর রহমান পাঠানের পিতা।
তাঁর মৃত্যুতে বিএনপি, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন— “শহীদুল্লাহ্ পাঠান ছিলেন একাধারে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও গ্রহণযোগ্য অভিভাবক। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”