সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের জন্য উন্নত সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। সোমবার ‘এয়ার ফোর্স ওয়ান’-এর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি।”

এর আগে রোববার রাতে তিনি ইঙ্গিত দেন, এসব সামরিক সহায়তার মধ্যে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে।

রাশিয়ার মধ্যস্থতায় ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “পুতিন ভালো ভালো কথা বলেন, আর সিরিয়ায় সবার উপর বোমা ফেলেন। এটা এমন এক সমস্যা, যা আমি মোটেও পছন্দ করি না।”

আর্থিক দিক থেকে সহযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “তারা আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে।” তবে এখানে ‘তারা’ বলতে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন না কি নেটো সদস্যদের বোঝানো হয়েছে, তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102