চলতি মাসে শ্রীলঙ্কা থেকে ফিরেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ঢাকা। সেই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের তুলনায় এবার বাড়তি অর্থ খরচ করতে হবে দর্শকদের।
বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই দেখতে হলে একজন দর্শককে সর্বনিম্ন খরচ করতে হবে ৩০০ টাকা। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে গুনতে হবে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশের মাটিতে হওয়া আগের সিরিজগুলোর তুলনায় এবার খেলা দেখার জন্য বেশি টাকা খরচ করতে দর্শকদের। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২০শে জুলাই শুরু হবে প্রথম ম্যাচ। এরপর ২২ ও ২৪ শে জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য-
ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা