রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বিএমইউ’র ডেন্টাল অনুষদের ডিন হলেন ডা. সাখাওয়াৎ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।

জানুয়ারি ও জুলাই ২০২৫ সেশনের পরীক্ষা ও অন্যান্য জরুরি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি তাঁর পূর্বের দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।

ডা. সাখাওয়াৎ ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ২০০৭ সালে বিএমইউ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এমএস সম্পন্ন করেন। দেশে-বিদেশে উপস্থাপিত গবেষণাসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

একজন চিকিৎসক ও শিক্ষক ছাড়াও তিনি একজন কবি, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে পাঁচটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস এবং মানবাধিকার ও রাজনীতি বিষয়ক কয়েকটি বই। ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০২৪ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং সরকারের পতনের পর মুক্তি পান।

১৯৭৬ সালে শরীয়তপুর সদরের পালং থানায় জন্মগ্রহণকারী ডা. সাখাওয়াৎ ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং ঢাকা কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আজীবন সদস্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102