ঢাকার মেট্রোরেলে যাত্রী চলাচলে শীর্ষে রয়েছে মিরপুর-১০ স্টেশন। ২০২৫ সালের জুন পর্যন্ত ডিএমটিসিএলের পরিসংখ্যান অনুযায়ী, এ স্টেশন দিয়ে যাতায়াত করেছে এক কোটি ৭৮ লাখেরও বেশি যাত্রী। অন্যদিকে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করেছে উত্তরা দক্ষিণ স্টেশনে—মাত্র সাড়ে ১১ লাখ।
মোট ১৫ কোটি ৭৫ লাখ যাত্রীর মধ্যে উত্তরা উত্তর, মতিঝিল, আগারগাঁও, কারওয়ান বাজার ও সচিবালয় স্টেশন দিয়েও যাতায়াত করেছে এক কোটির বেশি যাত্রী। দ্বিতীয় সর্বোচ্চ যাত্রী ছিল উত্তরা উত্তরে—প্রায় ১ কোটি ৭৬ লাখ।
মেট্রোরেলে দৈনিক গড়ে চার লাখ যাত্রী চলাচল করছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়; ২৭ ফেব্রুয়ারি একদিনেই মেট্রোরেল ব্যবহার করেন ৪ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ।
বর্তমানে ২৪টি ট্রেন সেটের মধ্যে ১৪টি নিয়মিত চলাচল করছে। পর্যাপ্ত জনবল না থাকায় এখনো তিন মিনিট পরপর ট্রেন চালানো সম্ভব হয়নি।
২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ২৪৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০ গুণের বেশি।
ডিএমটিসিএল জানায়, লোকবল ও সময়সীমা বাড়ানো গেলে যাত্রী ও আয় আরও বাড়বে।