মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

সাগরে ভেসে গেল চবির তিন শিক্ষার্থী, মিলল এক লাশ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সমুদ্রের স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই সহপাঠী।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কেএম শাদনান সাবাব রহমান (২২)। তিনি ঢাকার মিরপুর এলাকার কেএম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, চার বন্ধু মিলে হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন। তাদের মধ্যে তিনজন একসঙ্গে গোসল করতে নামেন। হঠাৎই প্রবল স্রোতের টানে তিনজনই ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফ গার্ড’ কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে সাবাবের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুইজনের সন্ধানে এখনো অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102