কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর অপরাধীর পরিকল্পনা সম্পর্কে মুখ খুললেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানায়, ‘শাহ পরান ও ফজর আলীর মধ্যে দ্বন্দ্বের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই দুই ভাই মিলে ভুক্তভোগী নারীকে উত্যক্ত করে আসছিল।’
বড় ভাই ফজর আলীর ওপর প্রতিশোধ নিতে সংঘবদ্ধভাবে ওই নারীকে যৌন হেনস্থা করে তা ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এর মধ্যে শাহ পরান ইমোর মাধ্যমে বার্তা পাঠিয়ে এই ঘটনা ঘটাতে মব সৃষ্টি করে-যোগ করেন তিনি।