বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

পাকিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পাকিস্তানের মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে রোববার (২৯ জুন ২০২৫) ভোরে ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এই অগভীর গভীরতার কারণে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এবং ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল। তবে, প্রাথমিক প্রতিবেদনে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যে কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প ঘটে। অতীতে ২০০৫ সালে আজাদ কাশ্মীরে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৭৩,০০০-এর বেশি মানুষ নিহত এবং ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়েছিল। এছাড়া, ২০১৫ সালে ৭.৫ মাত্রার এবং ২০২১ সালে বেলুচিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102